অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বার বার জোর দেয়া হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে নির্বাচন ভন্ডুলের ষড়যন্ত্রের কথাও। তাই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে অনেকের মনেই রয়েছে শঙ্কা৷ ‘‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই” এই বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বৃহস্পতিবার একথা বলেছেন তিনি। নির্বাচন কমিশন এরইমধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেওরোডম্যাপ ঘোষণাকরেছে। কিন্তু নতুন করে সীমানা নির্ধারণের পর দেশের কয়েকটি স্থানে এই সীমানা নিয়ে চলছে বিক্ষোভ। ৩০০ আসনে নতুন করে সীমানা নির্ধারণ করার কারণে ৩৭টি আসনে পরিবর্তন এসেছে। আর এর প্রভাব পড়েছে ঢাকাসহ সারাদেশের ৪৬টি আসনে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক ব্রিফিং-এ বলেছেন," সবদল...