ওএমআর মেশিন দিয়ে ভোট গণনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি ছিল। কিন্তু বেশ কয়েকজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যানুয়ালি (হাতে ভোট গণনা) করার সিদ্ধান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম। তিনি আরও বলেন, এতোগুলো হল সংসদে ভোট হলো, কেন্দ্রীয় সংসদে ভোট হলো। এটা তো অবশ্যই স্বাভাবিক যে ম্যানুয়ালি হিসাব করলে একটু বেশি সময় লাগবে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার বিকাল ৫ টায়। শুক্রবার বিকাল ৩ টায়ও ভোট গণনা শেষ হয়নি। ২২ ঘণ্টায়ও কেন গণনা শেষ হয়নি সেটি নিয়ে ভোটার ও প্রার্থীদের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে।ছাত্রদলসহ কয়েকটি সংগঠনের বর্জন করা এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। বৃহস্পতিবার বিকাল ৫ টায়...