নিজস্ব প্রতিবেদক: নেপালের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এক খোলা চিঠিতে ভারত সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, ভারতের স্বার্থবিরোধী অবস্থান নেওয়ার কারণেই তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। একইসঙ্গে তিনি লিম্পিয়াধুরা, কালাপানি, লিপুলেখ, অযোধ্যা এবং ভগবান রামের জন্মস্থান সংক্রান্ত বিতর্কে নিজের অবস্থান তুলে ধরেছেন। গত ৯ সেপ্টেম্বর নেপালে টানা দুই দিনের সহিংস জেন-জি (Gen-Z) বিক্ষোভের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ওলি। পদত্যাগের পরপরই গুজব ছড়িয়ে পড়ে—তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তবে পরে জানা যায়, তিনি রাজধানী কাঠমান্ডুর কাছে শিবপুরি সেনা ব্যারাকে সামরিক বাহিনীর নিরাপত্তায় অবস্থান করছেন। চিঠিতে বিস্ফোরক দাবি: “ভারতের জন্যই ক্ষমতা হারালাম” ১০ সেপ্টেম্বর নেপালি সংবাদমাধ্যম খবর হাব-কে পাঠানো এক চিঠিতে ওলি স্পষ্ট ভাষায় লেখেন: “আমি লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ নিয়ে প্রশ্ন তোলায়, আর...