মেটা তাদের নতুন পরীক্ষার অংশ হিসেবে কোনো পোস্টে ‘কমিউনিটি নোট’ রেট করা বা নোটের জন্য অনুরোধ করা যাবে এমন ফিচার আনছে। কোম্পানিটির চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার গাই রোজেন এ তথ্য প্রকাশ করেছেন। মার্চে পরীক্ষামূলকভাবে চালু করার পর এপ্রিলে মেটা আনুষ্ঠানিকভাবে তাদের পুরোনো ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের পরিবর্তে কমিউনিটি নোটস এনেছে। কমিউনিটি নোটস লেখার জন্য অবশ্য আবেদন করতে হয় তবে এই নতুন পরীক্ষার ফলে যে কোনো ব্যবহারকারী কোনো নোট দেখলে সেটি সহায়ক কি না তা থাম্বস আপ বা ডাউন দিয়ে রেট করতে পারবেন। আবার কোনো পোস্ট ভুল বা অতিরিক্ত ব্যাখ্যা প্রয়োজন মনে হলে ব্যবহারকারী নোটের জন্য অনুরোধও জানাতে পারবেন। এই পরীক্ষায় আরও যোগ হচ্ছে একটি নোটিফিকেশন সিস্টেম। যদি কোনো ব্যবহারকারী এমন কোনো পোস্টে ‘ইন্টার্যাক্ট’ করেন যেখানে কমিউনিটি নোট যুক্ত হয়েছে তবে তিনি নোটিফিকেশন...