আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “জনআকাঙ্ক্ষা ও সময়কে যদি আমরা সঠিকভাবে না বুঝতে পারি, ৯১ বা ২০০১ সালের মানদণ্ডে ২০২৫-এর পরিস্থিতি বোঝার চেষ্টা করি, তাহলে সেটি ভুল হবে। ডাকসু নির্বাচন আগামী দিনের রাজনীতির একটি নতুন নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে।” শুক্রবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত বরিশালের উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে ফুয়াদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফুয়াদ বলেন, “ডাকসু নির্বাচনকে যদি ইসলামপন্থি বা জামায়াত-শিবিরের বিজয় হিসেবে পড়ার চেষ্টা করা হয়, তাহলে এটি তরুণদের বোঝার ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করবে। গণঅভ্যুত্থান বুঝতে না পারার মতো অবস্থায় বিএনপি, বাম বলয়ের কিছু বুদ্ধিজীবীরাও ডাকসু নির্বাচনকে ঠিকমত বিশ্লেষণ করতে পারছে না। ভোটের গ্রাফ পড়ে বোঝা যায়, আওয়ামী লীগের বাইরে দল ও প্রার্থী ভোট...