জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলমান রয়েছে। এখন পর্যন্ত ১৭টি কেন্দ্রের গণনা শেষ হলেও ফল প্রকাশে বিলম্বে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বলেন, প্রাথমিক জটিলতা কাটিয়ে ওঠা গেছে। আজকের লোকবল ও প্রস্তুতির কারণে বিকেলের মধ্যে হলের ভোটগণনা শেষ করা সম্ভব হবে। আর রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল জানানো যাবে।তিনি আরো বলেন, ওএমআর মেশিনের মাধ্যমে গণনার প্রস্তুতি থাকলেও প্রার্থীদের আবেদনের কারণে ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা স্বাভাবিকভাবেই বেশি সময় নিচ্ছে।ভোট গ্রহণে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে রাশিদুল আলম বলেন, সকাল ৯টায় ভোট শুরুর কথা থাকলেও দু’টি হলে দেরি হয়, আবার কয়েকটি হলে মাঝপথে ভোট স্থগিত থাকে। বড় দুটি...