নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর বারী হামিম সম্প্রতি আলোচনায় এসেছেন এক বিতর্কিত ঘটনার কারণে। নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) ফল প্রকাশের পর, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন মোনামির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হামিম। শিক্ষক মোনামি নিরাপত্তা তদারকি করছিলেন, তখনই উত্তেজিত পরিস্থিতিতে হামিম বলেন:“আপনি পদত্যাগ করলে আমার কী?” এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ঘটনার কয়েক দিন পর, বৃহস্পতিবার রাতে ইউটিউব চ্যানেল ‘Face The People’-এ প্রকাশিত এক আলোচনায় তানভীর বারী হামিম ও শিক্ষক মোনামি সরাসরি মুখোমুখি হন। হামিম সেখানে বলেন:“ঘটনার সময় ম্যাম প্রশাসনিক দায়িত্বে ছিলেন। আমি তাঁকে শিক্ষক হিসেবে নয়, প্রশাসক হিসেবে প্রতিবাদ জানিয়েছিলাম। তবে সেটি করলেও আমার ভাষা ও ভঙ্গি শিক্ষার্থীর মতো হয়নি। আমি...