ওরা বয়সে তরুণ, ওরা জেন-জি! ওদের মধ্যে পরিবর্তন আকাঙ্ক্ষা সুতীব্র, এ পরিবর্তন চাওয়া দোষের নয়, যদি তা সমাজে রাষ্ট্রে ইতিবাচক এবং গুণগত পরিবর্তন আকাঙ্ক্ষায় চালিত হয়। কিন্তু সাম্প্রতিক দেশে দেশে তাদের দ্বারা স্বজাতির গৌরবের ইতিহাস ঐতিহ্য ধ্বংসের ভয়াবহ তৎপরতা দেখে মনে কিছু জিজ্ঞাসা ও প্রশ্ন দানা বেঁধেছে। তাই সবিনয়ে বলি–দেশে দেশে জেন-জি কোনো না কোনো নিয়ন্ত্রণ কেন্দ্রের নির্দেশে, অর্থায়নে নিয়ন্ত্রিত এবং চালিত?গোলকায়িত তথাকথিত বিশ্বগ্রামের স্বার্থে এবং বিশ্ব পুঁজি ও করপোরেটের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও আধিপত্যের লক্ষ্যে– মানবসভ্যতায় নানা জাতির সৃজন ও অর্জনকে ভেঙে চুরমার করে তথকথিত একরৈখিক ভাষা-সংস্কৃতি-প্রযুক্তিভিত্তিক এলগরিদমে, নতুন বিন্যাসে– তারা কি পৃথিবীকে সাজাতে চাইছে? তাই কেনো যেন মনে হয়, জেন-জি তাদেরই অর্থায়নে ও কর্মপরিকল্পনায় চালিত এক মানব-রোবট-গোষ্ঠী। যারা দূরবর্তী নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে নানা কৌশলে অন্তর্জালের বিস্তৃত সার্ভিলেন্স নেটওয়ার্কের দ্বারা...