প্রায় একমাস পর কাঁচাবাজার করতে গিয়ে কিছুটা স্বস্তি পেলেন সাফায়েত হোসেন। কারণ, পটল, করলা, শিম, বরবটিসহ কয়েকটি সবজি তিনি পেলেন আগের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে। শুক্রবার কারওয়ান বাজারে কেনাকাটা শেষে সাফায়েত বলেন, “গত একমাস ধরে শাক সবজির বাজার অত্যন্ত চড়া। এখনও যে অনেক কমেছে তা কিন্তু নয়। তবে দামে কিছুটা স্বস্তি এসেছে বলা যায়।” সাফায়েত কেনাকাটা করলেন সবজি বিক্রেতা প্রবীর সরকারের কাছ থেকে। সরকারি তিতুমীর কলেজ থেকে স্নতক করা এই ব্যবসায়ী নিজে থেকেই নিজের পরিচয় দিলেন। তিনি বললেন, “দাম বেড়ে গেলে আমরাও চাপে পড়ে যাই। গত কয়েক সপ্তাহ ধরে ৮০ টাকার নিচে কোনো সবজি বিক্রি করতে পারিনি। ক্রেতারা মন খারাপ করলেও কিছুই করার নেই। কিনতে তো হয়েছে। এই সপ্তাহে কয়েক ধরনের সবজির দাম কেজিতে ১০/১৫ টাকা করে...