আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসের শুরু থেকেই বৃষ্টি কমেছে এবং গরম বেড়েছে। ১ সেপ্টেম্বর সিলেটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, আর সেদিন রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে বৃষ্টি কমতে থাকে এবং গরম আরও বেড়ে যায়। মাঝখানে দু-এক দিন সারা দেশে তেমন বৃষ্টি হয় নাই। তবে গত দুই দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফরিদপুরে, যেখানে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল ২২ মিলিমিটার।শুক্রবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, রাজধানীতে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে পারে, তবে এর পরিমাণ খুব বেশি হবে...