যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, আমরা মনে করি ভিসি ও প্রক্টর জামাতিকরণের মাধ্যমে ডাকসু নির্বাচনকে কলুসিত করেছে। ৫ আগস্টের পর এই নির্বাচনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে ছিল। ব্যাপক কারচুপির মাধ্যমে ডাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে শেখ হাসিনাকেও তারা পরাজিত করেছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জে জেলা যুবদলের আয়োজনে নরসুন্দা নদী (বড় বাজার সংলগ্ন অংশ) পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মুন্না বলেন, ডাকসু নির্বাচনে ভোট কারচুপির বিষয়ে সাধারণ প্রত্যেকটি প্যানেল এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাকসু নির্বাচনে একই কাজ করার চেষ্টা করেছে। ছাত্রদল ভোট বর্জন করেছে। দুটো নির্বাচনের মধ্যে কোনোরকম বিশৃঙ্খলার মধ্যে যায়নি ছাত্রদল। আমরা জনগণকে নিয়ে এগিয়ে যেতে চাই। জাতীয় নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিএনপির নেতাকর্মীরা সঠিকভাবে রাজপথে থেকে ভোটকেন্দ্র...