শুবমান গিল এখন ভারতের টেস্ট দলের অধিনায়ক। প্রথম সিরিজেই ইংল্যান্ডে গিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। এখন তিনি খেলছেন এশিয়া কাপে অধিনায়ক সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে। শুবমানের এই উত্থানের পেছনে ছিল তার এবং তার বাবা লখিন্দর সিংয়ের কঠোর পরিশ্রম। এশিয়া কাপের মাঝে অ্যাপল মিউজিককে দেওয়া সাক্ষাৎকারে শুবমান শুনিয়েছেন সেই গল্প। ক্রিকেটজীবনের শুরুর বিষয়ে শুবমান বলেন, ‘আমার বাবা ক্রিকেটভক্ত। সময় পেলেই টিভিতে ক্রিকেট দেখতেন। এভাবে আমারও আগ্রহ তৈরি হয়। ছোটবেলায় মনে হতো, বাবা সবসময় কী দেখে? কী আছে এটার মধ্যে? সেই থেকে আমারও ক্রিকেট দেখা শুরু। তখন খুবই ছোট ছিলাম। তেমন কিছু বুঝতাম না। তবে ভালো লাগত। মনে হয়, তিন বছর বয়সে প্রথম হাতে ব্যাট নিয়েছিলাম।’ শুবমান বলেন, ‘ছোটবেলায় বাবার সঙ্গে খেলতাম। বাবা বল করতেন, আর আমি ব্যাটিং। বাবাই আমার প্রথম কোচ। এভাবে...