ডনাল্ড ট্রাম্পের দেওয়া শাস্তিমূলক শুল্কের কারণে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মাঝেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আজকের দুনিয়ায় নয়া দিল্লি ওয়াশিংটনের অগ্রাধিকার তালিকার উপরের দিকেই রয়েছে। দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্প মনোনীত সার্জিও গরের নিয়োগ নিয়ে সেনেট শুনানিতে বৃহস্পতিবার রুবিও এ মন্তব্য করেন বলে জানিয়েছে এনডিটিভি। মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটের ফরেন রিলেশনস কমিটির শুনানিতে রুবিও ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও বৈশ্বিক ভূরাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন। “সার্জিও গর ভারতের (রাষ্ট্রদূত পদে) জন্য মনোনীত হয়েছে, ভবিষ্যৎ বিশ্ব কেমন হবে, সে বিচারে আজকের দুনিয়ায় ভারত যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তালিকার উপরের দিকেই রয়েছে। একই কথা আমি যখন (পররাষ্ট্রমন্ত্রী হিসেবে) মনোনীত ছিলাম, তখনো বলেছি। “একবিংশ শতকে ইতিহাস লেখা হবে ইন্দো–প্যাসিফিকে। এর গুরুত্ব এতটাই যে আমরা ওই অঞ্চলের সামরিক কমান্ডের নামও বদলে...