জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা এখনো শেষ হয়নি। ভোটগ্রহণ শেষের ১৭ ঘণ্টা পর ১৭টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে বলে খবর পাওয়া গেছে। চূড়ান্ত ফল জানতে জাকসু নির্বাচন কমিশন রাত ১১টা পর্যন্ত সময় বেধে নিয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত প্রাথমিক সময় নির্ধারণ করা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনানুষ্ঠানিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, আল-বেরুনী হলে ২১১ ভোটের বিপরীতে ১২৫, আ ফ ম কামাল উদ্দিন হলে ৩৪১ ভোটের বিপরীতে ২৩৯, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ ভোটের বিপরীতে ৩১০, শহীদ সালাম-বরকত হলে ২৯৯ ভোটের বিপরীতে ২২৪, মাওলানা ভাসানী হলে ৫১৪ ভোটের বিপরীতে ৩৮৪টি ভোট পড়েছে।...