ভাইয়া তুমি আইসো, আমারে একটু বাঁচাও, আমারে আইসিইউতে ভর্তি করো, আমার শ্বাস নিতে কষ্ট হয়, আমার নাক দিয়ে রক্ত পড়ছে। হাসপাতালের বেড থেকে এটি ছিল সৌদি প্রবাসী বিল্লাল হোসেনের শেষ মেসেজ। পাঠিয়েছিলেন তার ভগ্নিপতি সৌদি প্রবাসী সোহাগ হোসেনকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আইসিইউতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েও আর সুস্থ হয়ে ফিরলেন না তিনি। প্রবাসের মাটিতে জীবন যুদ্ধে হেরে গেলেন বিল্লাল। গত ৪ সেপ্টেম্বর সৌদি আরবের দাম্মাম মেডিকেল হাসপাতালে মারা যান বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া গ্রামের মন্টু ফকিরের ছেলে বিল্লাল হোসেন। পরিবার সূত্রে জানা গেছে, বিল্লাল চলতি বছরের ১৯ মার্চ জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সৌদি আরবে যাওয়ার মাত্র তিন মাস পর অসুস্থ হয়ে ২৭ জুন দাম্মাম মেডিকেল কমপ্লেক্সে ভর্তি হলে তার জটিল একটি অপারেশন হয়। তিনটি টিউমারের মধ্যে পিঠের...