বার্সেলোনায় খেলার স্বপ্ন পূরণ না হওয়ার হতাশা কাটিয়ে নতুন সূচনা করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তি রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্ডেস। ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব হাল সিটি ২০ বছর বয়সী এই উইঙ্গারকে এক বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে। গত মৌসুমে বার্নলির অনূর্ধ্ব-২১ দলে খেলে ইংল্যান্ডের ফুটবলে অভিজ্ঞতা অর্জন করেছিলেন মেন্ডেস। তবে এখনও পেশাদার লিগে অভিষেক হয়নি। এর আগে ২০২৩ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে যোগ দিলেও মাত্র ১৮ মাসের মাথায় ২০২৪ সালে তাকে ছেড়ে দেয় কাতালান ক্লাবটি। বার্সেলোনার হয়ে ২০৭ ম্যাচ খেলা এবং ২০০২ বিশ্বকাপ ও ২০০৫ ব্যালন ডি’অরজয়ী রোনালদিনহোর ছেলের পথচলা শুরু হচ্ছে হাল সিটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে। নতুন দলে যোগ দিয়ে মেন্ডেস বলেন, ‘আমি...