হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয়ে এশিয়া কাপের এবারের মিশন শুরু করেছে বাংলাদেশ। ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় উইকেটে ৭০ বলে ৯৫ রানের জুটি করে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান লিটন দাস ও তাওহিদ হৃদয়। লিটন দাস ৩৯ বলে ৫৯ ইনিংস খেলে আউট হন। অন্যদিকে হৃদয় ৩৬ বলে মাত্র ৩৫ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন। দলের জয়ে অবদান থাকলেও আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে হৃদয়ের গতকাল বৃহস্পতিবারের ইনিংস কতটা মাানানসই, তা নিয়ে প্রশ্ন উঠেছে ম্যাচের পরপরই। ম্যাচের আগের দিন প্রথম অনুশীলন সেশনে ছন্দহীন দেখালেও শেষ অনুশীলনে কিছুটা তাল খুঁজে পেয়েছিলেন হৃদয়। কিন্তু ম্যাচে নামার পর আবারও ব্যাটে বলের টাইমিং মেলেনি ২৪ বছর বয়সী এই ডানহাতির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আমি কিছু শট খেলতে চেয়েছিলাম, কিন্তু বলটা ব্যাটে আসছিল না।...