ট্যাগিং রাজনীতি, একাত্তরের চেতনার নামে বিভেদের রাজনীতি, জোর-জবরদস্তি ও ভোগ দখলের রাজনীতি, পরিবারতন্ত্র ও অতীত ইমেজ দিয়ে বিভ্রান্তি সৃষ্টির রাজনীতি, অনৈতিকভাবে প্রতিপক্ষকে কোণঠাসা করে দেওয়ার নোংরা রাজনীতি বাংলাদেশের মানুষ আর অন্ধভাবে মেনে নেবে না। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে চকবাজারের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের কর্মকাণ্ডই মানুষ পর্যবেক্ষণ করবে।সেবা ও আচরণ দিয়ে আস্থা সৃষ্টি করতে হবে। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকলের মাঝেই আস্থা সৃষ্টি করতে হবে। নারী-পুরুষ-তৃতীয় লিঙ্গসহ সকলের মাঝে আস্থা সৃষ্টির পাশাপাশি সমতার আড়ালে এলজিবিটি সংস্কৃতি চালুর ষড়যন্ত্র বিষয়েও সচেতন থাকতে হবে। পরস্পরকে দায় চাপানোর রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের রাজনীতিই টেকসই হবে ইনশাআল্লাহ্। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে...