অবধারিতভাবে প্রতিদিন যে দুটি প্রশ্ন আমাকে কয়েকবার করে শুনতে হয় সেটা হচ্ছে—‘ভাই, নির্বাচন কী হবে? ফেব্রুয়ারিতেই হবে?' এই সন্দেহগুলো যে একেবারে ভিত্তিহীন তাও কিন্তু নয়। অথচ এ প্রশ্নটা ওঠারই কথা ছিল না। হাসিনা সরকার পতনের ঠিক একবছর পর, গত ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেন। তিনি বলেন, ২০২৬ এর ফেব্রুয়ারিতে, রমজানের আগে, হবেজাতীয় সংসদ নির্বাচন। তিনি কেবল একথা বলেই চুপ থাকেননি। এর পরপরই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার অফিস থেকে চিঠি পাঠানো হয় নির্বাচন কমিশনে। তার কিছুদিন পরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপও ঘোষণা করা হয়। এর মধ্যে দেখা যায়, সংসদীয় আসনগুলোর সীমানা নির্ধারণ নিয়ে যে বিতর্ক, তা নিয়েও শুনানি করছে নির্বাচন কমিশন। কবে নাগাদ...