ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি, চ্যালেঞ্জই-এসব বিষয় নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি৷ ডয়চে ভেলে : আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা। এই নির্বাচনকে ঘিরে আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? আব্দুর রহমানেল মাসউদ : নির্বাচনের প্রস্তুতি বলতে, নির্বাচন করতে যে সমস্ত কাজ করা প্রয়োজন তার সব ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি। সুনির্দিষ্ট করে বলা যাবে না, তবে সব ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি। এই নির্বাচন আয়োজনে আপনারা কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে মনে করছেন? সবটাই আসলে চ্যালেঞ্জ। ওই অর্থে চ্যালেঞ্জ বললে আমরা অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলবো। সবার জন্যই এটা চ্যালেঞ্জ। নির্বাচনে এটা তো প্রয়োজন। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো...