কক্সবাজারের টেকনাফ থেকে সাগরে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির অপহরণের শিকার বাংলাদেশী ৪০ জন জেলের মধ্যে ১৭ জন কৌশলে পালিয়ে এসেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তারা একটি ট্রলারে করে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছালে কোস্টগার্ড তাদের হেফাজতে নেয়। পরে পুলিশ প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে বুধবার বিকেলে সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণ সাগরে মাছ ধরার সময় পাঁচটি ট্রলারসহ ৪০ জন জেলেকে আটক করে মায়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি। ফিরে আসা জেলে শামসুল আলম জানান, শাহপরীরদ্বীপ এলাকার মোহাম্মদ হাসানের মালিকানাধীন একটি ট্রলারে ৯ জনসহ তারা সাগরে মাছ শিকারে যান। বুধবার আরাকান আর্মির একটি স্পিডবোট ধাওয়া করে তাদের ট্রলারসহ পাঁচটি ট্রলার আটক করে। এরপর দুই সদস্য তাদের ট্রলারে উঠে ট্রলারগুলো মায়ানমারের দিকে চালাতে নির্দেশ দেয়। তিনি আরও বলেন, ‘অন্ধকারে...