ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তামিলনাড়ুর বিজেপির সাবেক সভাপতি চন্দ্রপুরাম পোন্নুসামি রাধাকৃষ্ণান। শুক্রবার সকালে নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ পড়ান। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সদ্য বিদায়ী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সাবেক উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, সাবেক রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকারি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামিসহ কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ ও এনডিএ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এনডিএ সমর্থিত প্রার্থী রাধাকৃষ্ণান বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে ৪৫২-৩০০ ভোটে পরাজিত করেন। মোট ৭৮৭ জন এমপির মধ্যে ভোট দেন ৭৬৭ জন। তার মধ্যে ১৫টি ভোট বাতিল হয়। কাগজে-কলমে এনডিএর...