১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম ভাঙন বিধ্বস্ত সিরাজগঞ্জের চৌহালীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে যমুনার বিভিন্ন চরে বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময়ে বাল্কহেডসহ ১ জনকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও আনসার বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে চৌবারিয়া ভূতের মোড় এলাকায় কাটার মেশিন দিয়ে নদীর তলদেশ হতে অবৈধভাবে বালু কেটে বাল্কহেড দিয়ে পরিবহণ করে নিয়ে যাওয়ার সময় একজন অপরাধীসহ বাল্কহেডটি আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪(খ) ধারায় অপরাধ করায় উক্ত আইনের ১৫(১) ধারায় ৫,০০,০০০/- অর্থদণ্ড, অনাদায়ে ৩(তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামীর সাজা...