এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর ভারত কোন দলের বিপক্ষে খেলবে? প্রতিপক্ষের নাম যে পাকিস্তান—সেটা কোনো ক্রিকেট সমর্থকেরই অজানা থাকার কথা নয়। বলা যায় যে সুযোগও নেই। কারণ, এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা, প্রচারণা হয় সবচেয়ে বেশি। তবে হুট করে আইপিএল দল পাঞ্জাব কিংসের এক্স হ্যান্ডলে কোনো ক্রিকেটপ্রেমীর চোখ পড়লে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন। কেন? কাল পাঞ্জাব কিংস তাদের এক্স হ্যান্ডলে আগামী রোববার এশিয়া কাপে ভারতের ম্যাচ নিয়ে একটি গ্রাফিকস কার্ড পোস্ট করেছে। সেখানে ভারতের প্রতিপক্ষের ঘরে কোনো দলের নাম বা পতাকা নেই! সূর্যকুমার যাদব ও শুবমান গিলের ছবিসংবলিত সেই পোস্টারে প্রতিপক্ষের ঘরটা ফাঁকা রাখা হয়েছে। এর আগে ভারতের প্রথম ম্যাচের আগেও পাঞ্জাব কিংস গ্রাফিকস কার্ড শেয়ার করেছিল। তখন ভারতের প্রতিপক্ষ হিসেবে ঠিকই আরব আমিরাতের নাম ও লোগো ছিল। তবে এবার...