ভোলার দুলারহাট এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও ৫টি বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। এসময় ৮ জন জেলেকে আটক করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে দুলারহাট থানাধীন শুকনাখালী সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে মাছ ধরায় ব্যবহৃত ২টি ট্রলিং বোট ও ৫টি বেহুন্দী জালসহ ৮ জন জেলেকে...