জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার বিকাল ৫ টায়। শুক্রবার বিকাল ৩ টায়ও ভোট গণনা শেষ হয়নি। ২২ ঘণ্টায়ও কেন গণনা শেষ হয়নি সেটি নিয়ে ভোটার ও প্রার্থীদের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। ছাত্রদলসহ কয়েকটি সংগঠনের বর্জন করা এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। বৃহস্পতিবার বিকাল ৫ টায় ভোট গ্রহণ শেষ হয়। তবে এরপরও সারিতে থাকা ভোটাররা ভোট দিয়েছেন। রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। গতকাল জানানো হয়েছিল যে, শুক্রবার সকাল নাগাদ ফল ঘোষণা করা হতে পারে। কিন্তু সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে। তবুও ভোট গণনা শেষ হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম শুক্রবার জানান,...