রেলওয়ের স্টেশনগুলো পরিচ্ছন্ন রাখতে ঝাড়ুসহ পরিষ্কার সামগ্রী কেনার চার মাসের অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক পরিবহন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী (বড় বাবু) নুরুজ্জামান সরকার সোহেলের বিরুদ্ধে। জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের একটি বিভাগ লালমনিরহাট। এ বিভাগীয় রেলওয়ের স্টেশনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সরকারি ও বেসরকারি দুইভাবে পরিচ্ছন্নকর্মীসহ পরিষ্কারক সামগ্রী সরবরাহ করা হয়। বেসরকারিভাবে পরিচ্ছন্নকর্মী ও পরিষ্কারক সামগ্রী সরবরাহ করতে প্রতি দুই বছর পর দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়। গত দুই অর্থ বছরে লালমনিরহাট বিভাগীয় রেলের ১৪টি স্টেশনে এসব সরবরাহের কাজ পান ক্লিন সার্ভিস নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। চুক্তি মতে, প্রতি স্টেশনে একজন পরিচ্ছন্নকর্মী ও প্রয়োজনীয় পরিষ্কারক সরবরাহ করবেন। পরিষ্কারকের মধ্যে রয়েছে, হারপিক, সাবান, লাইজল, ফুল ঝাড়ু, কাঠের ঝাড়ু, ফেসিয়াল টিস্যু, টয়লেট টিস্যু, এয়ার ফ্রেশনার, এডোনিল, ড্যামফিক্স, হ্যান্ডওয়াশ, টয়লেট...