জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাকসু) শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফল শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করা সম্ভব হবে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম জানিয়েছেন, বিদ্যমান লোকবল দিয়ে রাত ১০ থেকে ১১টার মধ্যে বেসরকারিভাবে ফল প্রকাশ করা সম্ভব হতে পারে। তিনি বলেন, “আজ বিকেলের মধ্যে হয়তো হলের ভোট গণনার হিসাব শেষ করা যাবে, তবে সম্পূর্ণ ফল প্রকাশের জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।” বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এখনো তিনটি হলে ভোট গণনা চলছে। এগুলো হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, ১৩ নং ছাত্রী হল এবং শহীদ রফিক-জব্বার হল। বাকি তিনটি হলে গণনা এখনো শুরু হয়নি—প্রীতিলতা হল, তারামন বিবি হল এবং তাজউদ্দীন হল। বাকি ১৫টি হলে ভোট গণনা ইতোমধ্যেই শেষ হয়েছে। নির্বাচনে মোট ভোটার ১১,৭৪৩ জন, যার মধ্যে প্রায় ৬৭–৬৮ শতাংশ ভোট পড়েছে।...