গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞ ও সম্প্রতি ইয়েমেনের ভূখণ্ডে আক্রমণের প্রতিশোধ হিসেবে দখলদার সামরিক ঘাঁটিতে ‘প্যালেস্টাইন-২’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন। এর পরই আরব দেশগুলোর নেতাদের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন ইয়েমেনি প্রতিরোধ আন্দোলন হুথি আনসারুল্লাহ নেতা আবদুল-মালিক আল-হুথি। কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরাইলি আক্রমণের বিরুদ্ধে তাদের দুর্বল ও নিষ্ক্রিয় প্রতিক্রিয়ার জন্য এ সমালোচনা করেন তিনি। আল-হুথি বলেন, আরব নেতাদের এই নিষ্ক্রিয়তা পুরো অঞ্চলের মর্যাদাকে আঘাত করেছে। বৃহস্পতিবার আল-মাসিরাহ টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আবদুল-মালিক আল-হুথি আরব দেশগুলোর অবস্থানের প্রতি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ইসরাইলি আগ্রাসনের জবাবে আরব দেশগুলো শুধু বিবৃতি দেওয়াতেই সীমাবদ্ধ থেকেছে, এমনকি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতেও তারা ব্যর্থ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরাইলি যুদ্ধবিমান কাতারের রাজধানী দোহায় অবস্থিত হামাসের কার্যালয়ে বিমান হামলা চালায়।আরও পড়ুনআরও পড়ুনইসরাইলি...