১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্য কাতারের ওপর ইসরায়েলের অবৈধ আগ্রাসন শুধু আঞ্চলিক নয়, সব রাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন হুঁশিয়ারিই দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, ইসরায়েলের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদকে সরাসরি উপেক্ষা করছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। বৈঠকটি আহ্বান করে পাকিস্তান, আলজেরিয়া ও সোমালিয়া, আর সভাপতিত্ব করে দক্ষিণ কোরিয়া। বৈঠকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ অভিযোগ করেন, হামাসের সঙ্গে শান্তি আলোচনায় যুক্ত কাতারি মধ্যস্থতাকারীদের লক্ষ্য করেই ইসরায়েল হামলা চালিয়েছে। ইসলামাবাদের মতে, এটি শান্তি প্রচেষ্টা ও শান্তিরক্ষাকারীদের ভূমিকার ওপর ভয়ঙ্কর আঘাত। আসিম ইফতিখার আহমদ তার...