১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম সকল প্রাথমিক সরকারি বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদ এবং সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। গফরগাঁও সমমনা উলামা ঐক্যজোটের আয়োজনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুম্মার পরে গফরগাঁও রেলস্টেশনে চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন মাওলানা আবদুল্লাহ আল মামুন , মাওলানা শহিদুল্লাহ , মাওলানা মাঈনুউদ্দিন হাবিব , মাওলানা জালাল উদ্দিন ও মাওলানা ইলিয়াস আহমেদ ফরাজী প্রমুখ। বক্তারা বলেন , অবিলম্বে প্রাথমিক সরকারি বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করতে হবে । সরকার ধর্মীয় শিক্ষককে বাদ দিয়ে গানের শিক্ষক নিয়োগের পাঁয়তারা করছে। প্রত্যেক মুসলমানদের প্রথমে কোরআন শিক্ষক দিতে হবে। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে ।...