জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ — জাকসু নির্বাচনের ভোট শেষ হয়েছে বৃহস্পতিবার। প্রায় ১৭-১৮ ঘন্টা পর শুক্রবার দুপুরেও ভোট গোণার কাজ চলছে। তেত্রিশ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের ভোট গোণায় ধীরগতির কারণে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট শেষ পর রাত ১০:১৫ থেকে শুরু হওয়া গণনা ম্যানুয়াল পদ্ধতিতে হওয়ায় ধীরগতিতে এগোচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৫ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও ভোট গোণার কাজ এখনো শেষ হয়নি। এ পর্যন্ত ২২টি হলের মধ্যে ১৯টির ভোট গোণা শেষ হয়েছে, বাকি ৩টি হলের গণনা চলছে। এরপর কেন্দ্রীয় সংসদের ভোট গোণা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানান, প্রাথমিকভাবে গণনায় বিলম্বের যেসব কারণ ছিল,...