বাগেরহাটে রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, চারটি আসন পুনর্বহাল ও গণহত্যার বিচারের দাবিতে গণসমাবেশ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সভা হয়। এ সময় ইসলামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবি শেখ আতিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মুজাহিদ কমিটির সেক্রেটারি মাওলানা নাসরুল্লাহসহ নেতাকর্মীরা উপস্থিত। দলটির নেতারা জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট রেল রোড চত্বরে রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, চারটি আসন পুনর্বহাল, গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল...