ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করার দায়ে ৪জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন উত্তর-পশ্চিম ইরানের একটি বিপ্লবী আদালত। এক প্রতিবেদনে বার্তা সংস্থা মেহের বলছে, ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রধান বিচারক নাসের আতাবাতি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযুক্তরা দেশের বিভিন্ন সংবেদনশীল কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণ করে ইহুদিবাদী সরকারের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন। তাদের বিরুদ্ধে বিশেষ সিম কার্ড সংগ্রহ, জরুরি কনফারেন্স কলের জন্য মোসাদ এজেন্টদের জন্য বিশেষ ফোন কেনা, তেহরানসহ উর্মিয়া, শাহরোউদ ও ইসফাহানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটানো এবং অগ্নিসংযোগের মতো অপরাধের অভিযোগ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই চার ব্যক্তি ইরানের বিভিন্ন সামরিক এলাকা, দুর্গ, এবং সংবেদনশীল স্থাপনার শনাক্তকরণে জড়িত ছিলেন। আর তাদের গুপ্তচরী কর্মকাণ্ডের জন্য ইসরাইলি সেনাবাহিনী ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ প্রদান করেছে। আরও পড়ুনআরও পড়ুনইউক্রেনের ২৩৮টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার/1002177 মোসাদ...