ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন তানভীর বারী হামিম। নির্বাচনে তিনি ৫২৮৩ ভোট। দ্বিতীয় অবস্থানে ছিলেন হামিম। নির্বাচন শেষে ফল প্রকাশের পরও ওই দিনের (৯ সেপ্টেম্বর) একটি ঘটনায় আলোচনায় হামিম।সেদিন নিরাপত্তার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামির সঙ্গে তার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। সে সময় মোনামি পদত্যাগের হুমকি দিলে হামিম পাল্টা বলেন, ‘আপনি পদত্যাগ করলে আমার কী?’এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। গত (বৃহস্পতিবার) রাতে ঘটনার সময়কার পরিস্থিতি নিয়ে ‘ফেস দ্যা পিপল’ ইউটিউব চ্যানেলে কথা বলেছেন তানভীর বারী হামিম ও শিক্ষক শেহরীন আমিন মোনামি। শিক্ষকের সঙ্গে এমন ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন হামিম।তিনি বলেন, ‘ম্যামের সঙ্গে তখন প্রশাসক হিসেবে দায়িত্ব ছিলেন। আমি...