২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন ঘিরে নানা প্রশ্ন ও বিশ্লেষণ, ডয়চে ভেলেকে জানালেন অধ্যাপক মাহবুবুর রহমান। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশজাতীয় সংসদ নির্বাচন আয়োজনেরঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই নির্বাচনকে সামনে রেখে এর বিভিন্ন দিক নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান। ডয়চে ভেলে: আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণা জনগণের মধ্যে কী ধরনের প্রত্যাশা তৈরি করেছে? অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান: গত ১৫ বছরেরও বেশি সময় দেশে নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার রক্ষা করা যায়নি। যে নির্বাচনে নাগরিকেরা তাদের ইচ্ছে ও পছন্দমতো ভোট দিতে পারে সেই নির্বাচনের অভাব কিন্তু গত সাড়ে ১৬ বছর ধরে বাংলাদেশে আছে। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের নির্বাচন...