দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে এন্ট্রি পদ নবম গ্রেডভিত্তিক পদসোপানের দাবি জানানো হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পরবর্তী ২১ কর্মদিবসের মধ্যে দাবিগুলোর ব্যাপারে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সফল বৈঠক না হলে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় অ্যাকাডেমিক পদসোপান বাস্তবায়ন পরিষদ’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৭৩ সালের জাতীয় বেতন কমিশনের সুপারিশে সহকারী শিক্ষক পদটি দ্বি-স্নাতক যোগ্যতার হলেও পদসংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা বিএড/বিপিএড কোর্স (এক বছর) দুই বছরের না হওয়ায় পদটি সেসময়ের পঞ্চম গ্রেড; বর্তমানের নবম গ্রেডের বেতন ও মর্যাদা লাভ করতে পারেনি। তবে ১৯৯১ সালে পদটির শিক্ষাগত যোগ্যতায় প্রথম শ্রেণির স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ...