লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্ব পেরোতে না পারায় কোচ ফেনার্ন্দো বাতিস্তাকে বরখাস্ত করেছে ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন। একই কারণে চাকরি গেছে পেরুর কোচেরও। দেশটি বাছাইপর্ব পার করতে না পারায় কোচ জর্জে ফসেত্তিকে বরখাস্তের পথে হাঁটে পেরু ফুটবল ফেডারেশন। ভেনেজুয়েলার কোচ ছিলেন ফেনার্ন্দো বাতিস্তা। আর্জেন্টিনার ৫৫ বর্ষী সাবেক খেলোয়াড় ২০২১ সালে সহকারী কোচ হিসেবে দায়িত্বে আসেন। ২০২৩ সালে পূর্ণাঙ্গ দায়িত্ব পান কোচের। তার অধীনে ২৮ ম্যাচ খেলেছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা লাতিন অঞ্চলের বাছাইয়ে ১৮ ম্যাচ খেলে ৪ জয় ও ৬ ড্রয়ে ১৮ পয়েন্ট ঘরে তুলেছে। বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফে খেলতে হলে থাকতে হতো ৭-এর মধ্যে। শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জিততে হতো দেশটিকে। ভেনেজুয়েলা হেরে গেছে ৬-৩ গোলের বিশাল ব্যবধানে। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারায় উরুগুয়ের সাবেক খেলোয়াড় ও কোচ জর্জে ফসেত্তিকে বরখাস্ত করেছে পেরু।...