নওগাঁর রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা প্রণব চন্দ্র প্রামানিক (হাবলা) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরাইজ মহাশ্মশান ঘাটে তার মরদেহ সমাধি সম্পন্ন হয়। এর আগে সকাল ১১টার দিকে উপজেলার কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তাকে রাষ্ট্রীয় মার্যাদা দেওয়া হয়। এসময় তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রণব চন্দ্র প্রামানিক (হাবলা) অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে শ্রদ্ধা জানাতে আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর...