৩. কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ানিচের ওষুধগুলো অতিরিক্ত পিপাসা সৃষ্টি করতে পারে :- লিথিয়াম- কিছু মানসিক রোগের ওষুধ- ডাইউরেটিকএই অবস্থায় ওষুধ পরিবর্তনের প্রয়োজন হতে পারে— ডাক্তারের পরামর্শ নিন।৪. খাদ্যাভ্যাসবেশি লবণ বা মসলাযুক্ত খাবার খেলেও সাময়িক তৃষ্ণা বাড়তে পারে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই— শুধু পানি খেয়ে নিন।৫. পানিশূন্যতা (Dehydration)গরমে ঘাম হলে, ব্যায়াম করলে বা ডায়রিয়া-বমির সময় শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। এই সময় বেশি তৃষ্ণা লাগা একেবারে স্বাভাবিক।এই অবস্থায় পানিসহ তরল খাবার খান বেশি করে।কমন নয় এমন কিছু কারণডায়াবেটিস ইনসিপিডাস :এটি ডায়াবেটিস নয়, তবে শরীর পানির পরিমাণ ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না।ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস (DKA) :ডায়াবেটিসের জটিলতা।সিকল সেল অ্যানিমিয়াসাইকোজেনিক পলিডিপসিয়া :কিছু মানসিক রোগে রোগী অতিরিক্ত পানি পান করেন।রক্তক্ষরণ :শরীর পানি চায় রক্তের ঘাটতি পূরণ করতে।কখন চিকিৎসকের কাছে যাবেন?নিচের যে কোনো উপসর্গ...