গত শুক্রবার (সৌদি আরবে ৫ সেপ্টেম্বর ২০২৫ খৃষ্টাব্দ মোতাবেক ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি) মসজিদুল হারামে জুমার নামাজ পড়ান শায়খ ড. বানদার ইবনে আবদুল আজিজ বালিলাহ। তিনি প্রায় এক দশক যাবত মসজিদে হারামের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। শায়খ বালিলাহ ১৯৭৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ইসলামি আইনে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং ইসলামি ফিকহে মাস্টার্স করেন। ২০০৮ সালে তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে শায়খ বানদার বালিলাহ মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন। এর আগে মক্কার আরও কিছু মসজিদে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুনিয়ার জীবনে আমাদের বড় বিপদগুলোর অন্যতম হলো হিংসা যা আমাদের অন্তরেই বসবাস করে। এটি একটি ঘৃণ্য ও নিকৃষ্ট স্বভাব, অসুস্থ ও ধ্বংসাত্মক মানসিকতা। হিংসা মানুষের বরকত...