বরিশাল:ডাকসু নির্বাচন আগামী দিনের রাজনীতির একটি ‘গ্রামার’ সবার হাতে তুলে দিয়েছে মন্তব্য করে আমার বাংলাদেশ-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ’৭১ ব্যবসা, ’২৪ ব্যবসা, চেতনার ব্যবসা দিয়ে আপনি পলিটিকস করতে পারবেন না, আমরাও পারবো না। পলিটিকসে স্বচ্ছ হতে হবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরিশাল প্রেসক্লাবের হলরুমে এবি পার্টি আয়োজিত ‘বরিশালের উন্নয়ন ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিং’-এ দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, জনআকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড করতে না পারি, ১৯৯১ অথবা ২০০১-এর মানদণ্ড দিয়ে যদি ২০২৫ সালকে পড়বার চেষ্টা করি, তাহলে সেটা আমাদের জন্য ভুল হবে। ডাকসু নির্বাচনটা কিন্তু আগামী দিনের রাজনীতির একটি ‘নির্বাচনী গ্রামার’ আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা যেন কেউই ৯১, ৯৬,...