দুর্ঘটনায় আহত মা–ছেলে, আরও এক যাত্রী ও চালকসহ চারজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করেছে পুলিশ। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় বাবা ও তিন বছরের মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুই সদস্যসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঠাকুর দীঘি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা গোলাম সরোয়ার মিন্টু (৪২) ও তার মেয়ে মুসকান (৩)। হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক বোরহান উদ্দিন জানান,...