লক্ষ্মীপুরের রায়পুরে পল্লী বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে শাকিব আহমেদ (২১) নামের এক ছাত্রদল নেতা এবং একই সময়ে বিদ্যালয়ের মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারে স্পর্শ লেগে সোহাগ হোসেন (১০) নামের স্কুল ছাত্র নিহত হয়েছেন। শিশু নিহতের ঘটনায় শিক্ষকদের ও পল্লী বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার উত্তর চরবংশী ইউপির ১নাম্বার ওয়ার্ড ছাত্রদল নেতার বাড়িতে এবং ৫ নাম্বার ওয়ার্ডের বংশী ব্রিজ এলাকায় চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটেছে। নিহতদের রাতেই তাদের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহত শাকিব আহমেদ উত্তর চরবংশী ইউপির ১নাম্বার ওয়ার্ডের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়পুর রুস্তম আলি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও সালাহ উদ্দিন মিয়ার ছেলে। নিহত শিশু সোহাগ হোসেন একই...