যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থি রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করেছে ইউটাহ’র জননিরাপত্তা বিভাগ। বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১২টা ২০ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার ঘাড়ে লাগলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর বিবিসিকার্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা জেডি ভ্যান্স আজ ভোরে তার মরদেহ আনতে ইউটাহ’র সল্ট লেক সিটিতে উড়ে যান। টার্নিং পয়েন্ট ইউএসএ’র প্রধান অপারেটিং অফিসার টাইলার বোয়ারের পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, কার্কের মরদেহ বহনকরা কফিন এয়ার ফোর্স টু-তে নিয়ে যাওয়ার সময় তিনি কফিনের ওপর হাত রেখে ইউনিফর্মধারী কর্মীদের সঙ্গে হেঁটে যান।এয়ারফোর্স টুতে করে কার্কের...