১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো এক অভিযানের পর শত শত দক্ষিণ কোরীয় শ্রমিক স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন। জর্জিয়ায় হুন্দাই-এলজি’র নির্মাণাধীন ব্যাটারি কারখানায় এই অভিযান চালানো হয়, যা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে। ঘটনাটির ছবি ও ভিডিও প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক ঐক্যের বিরল উদাহরণও দেখা যায়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। চলতি বছরের ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এলাবেলে হুন্দাই-এলজি ব্যাটারি প্ল্যান্টে অভিবাসন সংক্রান্ত একটি অভিযান চালায় মার্কিন কর্তৃপক্ষ। এতে ৪৭৫ জন কর্মী আটক হন, যাদের বেশিরভাগই ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক। ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানের উদ্দেশ্য ছিল অবৈধ অভিবাসন রোধ...