এদিকে, সরকার পতনের তৃতীয় দিন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কাঠমাণ্ডু। খুলছে দোকানপাট, শুরু হয়েছে ব্যবসায়িক কার্যক্রম। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে তল্লাশি আর সতর্ক নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছেন সেনা সদস্যরা। কমেছে কারফিউর সময়সীমা আর বিধিনিষেধ। বিশৃঙ্খলার সুযোগে পালানো অন্তত দেড় হাজার কয়েদির মধ্যে দুইশ'র...