সাভার:ঢাকার সাভারে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরকাল – ইহকালের সঞ্চয় পরকালের পুঁজি’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।সাভারের নবীনগরে ঢাকা কো-অপারেটিভ হাউস বিল্ডিং সোসাইটি স্কুল মাঠে বৃহস্পতিবার সকালে এই আয়োজন করা হয়।এ সময় এক বছরের কার্যক্রমের সাফল্য-অসাফল্য তুলে ধরতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইনজীবী, মুক্তিযোদ্ধা, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাকালীন কার্যকরী সদস্য মোহাম্মদ সজীব হোসেন আমান ও মতিন তালুকদার। সঞ্চালনার এক পর্যায়ে সজীব বলেন, `আমার দীর্ঘ স্বেচ্ছাসেবী জীবনে গতবছর বন্যায় মসজিদে প্যাকেজিং কাজে আমার বাবাকে অংশ নিতে দেখা ছিল আমার জীবনের সেরা মুহূর্ত।‘আয়োজনে কোরআন তেলাওয়াত করেন রাহাত হাসান উৎস। পরবর্তী আলোচনায় সংগঠনের সিনিয়র সদস্য মুফতি আবু তাহের মাজহারী সংগঠনের উদ্দেশ্য, মানবিকতা ও দ্বীনের আলোকে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।...