অগ্নিগর্ভ নেপাল। দেশটির রাজধানীসহ নানা প্রান্তে টালমাটাল পরিস্থিতি। এই অস্থিরতার মধ্যে জেল ভেঙে পালিয়েছে হাজারো বন্দি। তাদের বড় অংশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। ইতোমধ্যেই বিহার ও উত্তরপ্রদেশ সীমান্ত দিয়ে ৩০ জনকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভারতের পশ্চিমবঙ্গের দিকেও সতর্কতা জারি করা হয়েছে। শিলিগুড়ি সংলগ্ন পানিট্যাঙ্কি সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। খড়িবাড়ি থানা ও আশপাশের এলাকায় পুলিশকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। মেচি নদীর ওপারে নেপাল, এপারে ভারত—মুক্ত সীমান্ত হওয়ায় ঝুঁকি অনেক। তাই নদীর দুই প্রান্ত ঘিরে ফেলেছে এসএসবি। সীমান্ত এলাকা ঘুরে দেখে দার্জিলিঙের পুলিশ সুপার বলেন, ‘সকাল থেকে আটকে থাকা মানুষ ফিরছে। সবার কাগজপত্র পরীক্ষা করে অনুমতি দেওয়া হচ্ছে। সাহায্যের জন্য হেল্পলাইন খোলা হয়েছে।’ এদিকে, নেপাল থেকে ফেরত আসা যাত্রীদের চোখেমুখে ভয় স্পষ্ট। কাটিহারের বাসিন্দা তাপস জোতদার বলেন, ‘ওখানে...