জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম। তিনি গণমাধ্যমকে জানান, “আমরা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ফলাফল প্রকাশের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সারারাত ধরে ভোট গণনার কাজ চলেছে এবং এখনো তা অব্যাহত আছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ১৫টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, রাত ১০টার মধ্যে গণনা কার্যক্রম শেষ হবে এবং ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।” তবে, ফলাফল প্রকাশে বিলম্বের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন শিবির সমর্থিত সমন্বিত ঐক্য জোট প্যানেলের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ। তিনি সংবাদকে জানান, “সারারাত গণনার পরও দুপুর ১১টা বেজে গেলেও হল সংসদের ভোট গণনা এখনো শেষ হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গ্রুপের দাবির প্রেক্ষিতে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত...